সত্য সাহা, বাংলাদেশ সঙ্গীতের এক সুরের আকাশ। তিনি অসংখ্য কালজয়ী গানের সুরসম্রাট। পরিশ্রম, সাধনা আর ভালোবাসা দিয়ে বাংলা গানের ভুবনকে করেছেন সমৃদ্ধশালী।
আজ ২৭ সে জানুয়ারি, ১৯৯৯ সালের এই দিনে তিনি ভালোবাসার খাঁচা ভেঙ্গে উড়ে যায় অচিন দেশে। ওনার মৃত্যু বার্ষিকীতে শোক স্মরণ করেন ওনার পরিবার। ওনার স্মৃতিপট বাংলাদেশ সঙ্গীতাঙ্গন থেকে মুঁছে যাওয়ার নয়। সঙ্গীতাঙ্গন এবং সঙ্গীত জগৎের পক্ষ থেকে রইলো অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালবাসা। অলংকরন – মাসরিফ হক…

মৃত্যুবার্ষিকী… তুমি চলে গেছো রেখে গেছো অম্লান সুর…
More from মৃত্যুবার্ষিকীMore posts in মৃত্যুবার্ষিকী »
Be First to Comment