সালামি…
ছোটরা সালামি করে বড়দের প্রতি
সালামির নাম দিয়ে করে ডাকাতি,
মামা খালা বড় যত ভাই প্রতিবেশি
সালামির ছলে বলে পরে তারা বেশী,
নানুর কাছে সালামি দিয়ে চুপিচুপি বলে
জবাবটা দিও তুমি বড়ো টাকার থলে,
স্ত্রী থাকে না বসে, ধরে স্বামীর পা চরণ
চমকে উঠে করে স্বামী,
চিকুনগুনীয়ার স্বরণ৷
ব্যাথার পা ছেড়ে দাও, ধরোনা আর
যাও তুমি টাকা নিয়ে, করো আমায় পাড়৷
এই হলো সালামির শেষ আর শুরু
সালামির করতলে আজ, ছোটরাই গুরু৷
– নোমান ওয়াহিদ…