সত্যি বলতে, রাজা যখন ফকির হয়, অন্ধ যখন দিনের আলো দেখে, খারাপ লোকের মুখে যখন ভালো কথা ফোটে, বসন্তের বাহিরে যখন কোকিল গান গায়, এক চোর যখন আরেক চোরকে ভালো হবার উপদেশ দেয়, মা এর থেকে যখন অন্য কেউ বেশি দরদ দেখায় এসব কাজ গুলো শুনতে একটু অবাগই লাগে। তেমন এক অবাগ ঘটনার সাথে পরিচিত হলাম। জানতে পারলাম বলিউডের কিং খান শাহরুখ তার কন্ঠে গেয়েছেন বাংলা গান শুধু তাই নয় সিনেমাটি খুব আলোড়ণও তৈরি করেছিল। বলিউডের অনেক তারকারই বাংলা সিনেমায় অভিনয়ের রেকর্ড রয়েছে। বাংলা গানতো তাদের ঠোঁটে হরহামেশায় শোনা যেত। প্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খান গত বছর জনপ্রিয় সিনেমা ‘ফ্যান’-এ বাংলা গানে কন্ঠ দেন। শাহরুখের সেই সিনেমা ফ্যান-এর ‘ম্যায় তেরা ফ্যান হো গ্যায়া’ শিরোনামে গানটি বিভিন্ন ভাষায় গান তিনি। এর মধ্যে বাংলা ভাষাও রয়েছে। একবার ভাবুনতো আপনার আমার মাতৃভাষা শাহরুখের মুখে কেমন শোনাবে? যদিও শাহরুখ তেমন বাংলা বলতে পারেন না। ছবিটি পরিচালনা করেছিলেন মনীশ শর্মা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটিতে সুপারস্টার এবং তার ফ্যানের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে এই সিনেমায় শাহরুখের আসল রূপটাই দেখা গিয়েছে। যারা শাহরুখকে যুবক বয়সে দেখার সুযোগ পাননি তারা এই সিনেমার মাধ্যমে দেখতে পেরেছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে এ সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালের ১৫ এপ্রিল।
কিন্তু গানটি মুক্তি পায় তার আরোও আগে। ১৬ ফেব্রুয়ারি শাহরুখের ‘ফ্যান’ সিনেমাটির প্রথম গান মুক্তি পেয়েছে। তবে এই গানটি কিং খান মুক্তি দিতে চাইলেন নিজের জন্মস্থান দিল্লীতে গিয়ে! যেই কথা সেই কাজ ১৬ ফেব্রুয়ারি সকাল থেকেই দিল্লীর হংসরাজ কলেজের মাঠে হাজার হাজার মানুষের ঢল নামতে থাকে। সেদিন দুপরের দিকে সেখানে গিয়ে হাজির হন বলিউড বাদশা। সেখানে সবার সামনেই ‘ফ্যান’ ছবিটির প্রথম গানটির উম্মোচন করা হয় বলে জানা যায়। আর সেই কলেজ থেকে ১৯৮৮ সালে পাস করার ২৮ বছর পর স্নাতকের প্রশংসাপত্র পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সত্যিই মজার একটি ঘঠনা। আমার দেশের বাংলা ভাষা বিদেশীদেরও পছন্দ এটা গৌরভ এর বিষয়। আমরাও নিজেরা নিজেদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হবো। – মোঃ মোশারফ হোসেন মুন্না
Be First to Comment