আসিফের নতুন চমক ‘নেই প্রয়োজন’…
ও প্রিয়া ওপ্রিয়া তুমি কোথায়
বুকের জমানো ব্যাথা কান্নায় নোনা জলে
ডেউ ভাঙ্গে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছো দুরে
পারিনা তোমায় ভুলে যেতে।
এই জনপ্রিয় গানটি কে না শুনেছে। এই গানের প্রেমে পড়েছে কোটি ভক্ত। পছন্দের শিল্পীর আসনে স্থান পেয়ে যান গানটির শিল্পী আর ঘুরে তাকাতে হয়নি তাকে। তিনি হলেন বর্তমান প্রজন্মের সঙ্গীত যুবরাজ আসিফ আকবর। যার ভেতরে সঙ্গীতের সম্ভাবনাময় উন্মোচনীয় ধার দেখেন বলে অভিজ্ঞ সঙ্গীতজ্ঞদের মত। বছরের শুরুতেই তিনি তার আগুন শিরোনামের গানের পারফর্ম এর মাধ্যমে শুরু করেন একাধারা তার নতুন নতুন গানের চমক। এরপর থেকে যেন একের পর এক চমক দিয়েই যাচ্ছেন বাংলা গানের এই যুবরাজ। অন্যের গানে মডেল হওয়া, রোমান্টিক লুকে নিজের আত্মপ্রকাশ গায়ক থেকে নায়কের ব্যাসধারণ ইত্যাদি। একটা সময় ছিল যখন বিরহী প্রেমিক প্রেমিকা আসিফ আকবরের গানের অপেক্ষায় থাকতেন। প্রেমিকা তার প্রেমিক পুরুষকে ভুলে প্রেমে পড়েছেন আসিফ আকবরের গানে। সেই বাংলা গানের যুবরাজের নতুন গল্প হলো, আবারো তিনি চমকাতে আসছেন সঙ্গীতাঙ্গন এবং সব আসিফিয়ানদের। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আসছে তার নতুন চমক। ‘নেই প্রয়োজন’ শিরোনামের গানের ভিডিওতে যুবরাজ আসছেন প্রেমিক পাগল রকস্টারের ভূমিকায়।
‘আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালোই আছ জেনে গেছে মন’
গানটির কথা লিখেছেন গোলাম কবির রনি এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। ‘নেই প্রয়োজন’ গানটির শুটিং হয়েছে উত্তরার কিছু লোকেশনে। মৌমিতা বিশ্বাসের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম। গানের ভিডিওতে আসিফ আকবের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ডিএমএস থেকে প্রকাশিত এ বছরের আলোচিত গান ‘কন্যারে’ এর মডেল সুস্মিতা সিনহাকে। – মোঃ মোশারফ হোসেন মুন্না