সেঞ্চুরির পথে সঙ্গীতশিল্পী বাপ্পী লাহিড়ী। আর মাত্র দুটো বল। তার পরই হাফ সেঞ্চুরি করে ফেলবেন তিনি। আর দু’বল অর্থাৎ আরও দু’টো বছর। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। এই বছরই মিউজিক কেরিয়ারের ৪৮ বছর পূর্ণ করলেন বাপ্পী লাহিড়ী। এটা রেকর্ড বলেই দাবি করলেন বাপ্পি স্বয়ং। কম্পোজার হিসেবে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। তার গায়কী সত্তাও দর্শকদের পছন্দের। ইতোমধ্যেই ৫৫০টি ছবিতে কাজ করেছেন তিনি। চলতি বছরে শাদি ডটকম, বদ্রিনাথ কি দুলহানিয়া, ইন্দু সরকার, ড্যাডি, নাম শাবানা – মতো বলিউডি ছবিতে কাজ করেছেন। বাংলা ছবি ‘ককপিট’-এ তার ‘কলকাতার রসগোল্লা’র রিমিক্স শুনেছেন দর্শক।
বাপ্পী লাহিড়ীর ঝুলিতে রয়েছে হলিউডি প্রজেক্টও। বর্তমানে লস এ্যাঞ্জেলসে রয়েছেন বাপ্পী। কয়েক মাস আগে তার নাতি হয়েছে কৃষ। বাপ্পী লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। কৃষকে নিয়ে সময় কাটানোর ফাঁকে বললেন, এ বছর আমার মিউজিক কেরিয়ারের ৪৮ পূর্ণ হলো। ৫৫০ ছবিতে কাজ করে ফেললাম। যে কোনো মিউজিক আইকনের কাছে এটা রেকর্ড। খুব তাড়াতাড়ি দেশে ফিরছি। সবাই খুব ভাল থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। – মোঃ মোশারফ হোসেন মুন্না
Be First to Comment