প্রসেনজিৎ ওঝাঁর কথায় কুমার বিশ্বজিৎ এর গান…
প্রোটিউন এর ব্যানারে আবারো জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ এর নতুন গান রিলিজ হলো। আসছে ভালোবাসা দিবসকে ঘিরে ভালোলাগার গান ও ভালোবাসার গান নিয়ে এবারের উপহার। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার প্রসেনজিৎ ওঝাঁ। সুর করেছেন কিশোর দাস। গানটি সম্পর্কে প্রসেনজিৎদা বলেন, আমি বিশ্বজিৎ দাদাকে খুব রেসপেক্ট করি। উনার গান আমার খুব ভালো লাগে। কম বেশি সবাইকে নিয়েই কাজ করেছি। তবে বিশ্বজিৎ দাদা যখন আমার গান গায় তখন আমার আলাদা অনুভূতির জন্ম হয়। এবারের যে গানটি বিশ্বজিৎ দাদা গেয়েছেন এর কথা সুর এবং গানের সার্বিক দিক খুব সুন্দর হয়েছে। বিশ্বজিৎ দাদার ভক্তদের জন্য এটা একটা চমৎকার উপহার। দাদার জন্য সব সময় শুভকামনা, ভালো থাকুক সব সময়। তবে বলে রাখা ভালো গানটি প্রোটিউন, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি ইয়ান্ডোর সব যায়গায় পাওয়া যাচ্ছে।
কুমার বিশ্বজিৎ বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কুমার বিশ্বজিৎ চট্টগ্রাম জেলায় তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি সেখানে জন্মগ্রহণ করেন এবং সেখানে থেকেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। বিশ্বজিৎ যদিও চট্টগ্রামে বেড়ে উঠেছেন, কর্মজীবনের জন্য তিনি বিভিন্ন সময় ঢাকা আসা যাওয়া করতেন। গানের প্রতি তার আলাদা টান ছিল। তোরে পুতুলের মত করে সাজিয়ে – এই গানটি দিয়ে সঙ্গীত ভুবনে আলোড়ন ফেলে দেন। তখন থেকেই তিনি বিখ্যাত হয়ে উঠেন। সঙ্গীত জীবনে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বাংলাদেশের নামকরা প্রায় সব সঙ্গীত পরিচালকের সাথে তিনি কাজ করেছেন। কুমার বিশ্বজিৎ ১৯৮৩, ১৯৯৯, ২০০৯ এবং
২০১২ – এই মোট চার বার জাতীয় চলচিত্র সেরা প্লে-ব্যাক পুরুষ শিল্পী পুরষ্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার, জিয়া স্মৃতি পুরস্কার, যায় যায় দিন, চ্যানেল আই চলচিত্র পুরষ্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরষ্কার, বিনোদন বিচিত্রাসহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে প্রসেনজিৎ ওঝাঁ ও কুমার বিশ্বজিৎ দাদার জন্য শুভ কামনা। – মোঃ মোশারফ হোসেন মুন্না