মুঠোফোনে রেকর্ড করা ‘তোমারে দেখিবার মনে চায়’ শিরোনামের গানটি টাইম লাইনে আপলোড করে ব্যাপক সাড়া ফেলেছেন বাউল শিল্পী অবিনাশ বাউল। গত ৮ জুলাই গানটি আপলোড করা হলে মাত্র কয়েক দিনের মধ্যেই দেড় লক্ষ ভিউ সহ দেড় হাজারের বেশী শেয়ার হয়। ক্বারী আমির উদ্দিনের কথা এবং সুরের গানটিতে মিউজিক বাজিয়ে রসময় এবং প্রানবন্ধব করে তুলেন দয়াল সুবাস, আধারী মিলন, খায়রুল ওয়াসি সহ অনেকে।
গানটির সম্পর্কে শিল্পী অবিনাশ বাউল বলেন গানটি আমাকে সত্যিই অবাক করেছে। মাত্র একদিনের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে যা মানুষের ভালবাসার প্রতিদান বলে মনে করছি আমি। দেশের মাটি মানুষকে ভালবেসে জীবনকে যেন উৎসর্গ করে দিতে পারি তার জন্য আশির্বাদ চাই সকলের।
শিল্পী অবিনাশ বাউল ঢাকার নবাবগঞ্জ থানায় জন্ম গ্রহন করেন। পিতা গোপেশ্বর বাউল একজন সাধারণ কৃষক। স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে সঙ্গীতের হাতেখড়ি তার। নিজে নিজে গান শুনে শিখতেন তিনি এবং মনের আনন্দে গলা ছেড়ে গাইতেন মাঠে ঘাটে আর বন্ধুদের আড্ডায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রথম সুর লহরী সঙ্গীত একাডেমিতে ভর্তি হয় এবং কয়েক মাস পর ঢাকায় ঐকতান বিদ্যায়তনে এক মাস গানের ক্লাস করার পরে ওয়াইজঘাট শাখার বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হয়। সেখানে তিন বছর ক্লাস করে সর্বশেষ ধানমন্ডি ছায়ানটে ভর্তি হয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন।
সকলের কাছে আর্শিবাদ চেয়ে শিল্পী অবিনাশ বাউল বলেন সারা জীবন সুস্থধারার লোকগানের মাধ্যমে একজন ভাল গায়ক এবং মানুষ হয়ে সকলের হৃদয়ের মাঝে যেন বেঁচে থাকতে পারি।
ইতিমধ্যেই শিল্পী অবিনাশ বাউল কয়েকটি এ্যালবাম নিয়ে কাজ করেছেন। তার প্রথম একক এ্যালবাম ‘আমি ডুমি তুমি ভাস’ ২০১৩ সালের পহেলা বৈশাখে এম এস এল প্রোডাকশন থেকে রিলিজ করা হয়। ২০১৬ সালের ২৭ মে প্রথম মিক্স এ্যালবাম ‘গহীন গাঙ্গে ধরলাম পাড়ি’ ফোকবাংলার ব্যানারে এবং ২০১৭ সালের ৬ এপ্রিল দ্বিতীয় মিক্স এ্যালবাম ‘বিচার’ সুরঞ্জলীর ব্যানার থেকে রিলিজ করা হয়। এছাড়াও বিন্দু কনা, দিলরুবা খান, বিউটি, নোলক বাবু, নওরিনদের মত অনেকের সাথে যৌথ গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
নিজের প্রাপ্তি ও সফলতার নিয়ে শিল্পী অবিনাশ বাউল বলেন নগন্য ও অজ্ঞ একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে আমার বড় প্রাপ্তি সকলের ভালবাসা। আমার গান কতটুকু ভালবাসেন সেটা বড় কথা নয় তবে আমাকে ব্যাক্তি হিসেবে অনেক ভালবাসেন৷ সেটা আমি উপলব্ধি করি।
বর্তমানে শিল্পী অবিনাশ বাউল ৪-৫ টি নতুন মৌলিক গান নিয়ে কাজ করছেন। এছাড়াও রবীন্দ্র সঙ্গীত ‘একলা চল রে’ গানটি নিয়ে কাজ করছেন তিনি, যার কম্পজিশন করছেন বাসুদেব ঘোষ।
বাউল গানকে ভালবাসা এবং ধরে রাখার কারণ হিসেবে শিল্পী অবিনাশ বাউল বলেন আমার বংশগত পদবী বাউল। জানিনা এ পদবীটা না থাকলে গান নিয়ে এতটা যুদ্ধ ও কষ্ট করে টিকে থাকার চেষ্টা করতাম কিনা। আমার শুধু এটাই মনে হয় যে আমাদের পদবী বাউল এবং বর্তমান ও পূর্বপুরুষরা কেউ গান করেন নি। গানকে ধরে রেখে আমার এই বাউল পদবীকে স্বার্থক করবো। যেন সবাই বলতে পারে আমাদের বংশে একজন বাউল আছে সে শুধু নামে বাউল না কাজেও বাউল। – নোমান ওয়াহিদ
Be First to Comment