দীর্ঘ অসুস্থতার পর সঙ্গীতের মানুষ গানের মানুষ আমাদের প্রাণের মানুষ ফিরে এসেছে গানে। সত্যি বলতে যার স্থান যেখানে সেখানে অন্য একজনকে দিলেতো তার মত হয় না। নতুন এই চলচ্চিত্রের গানে আহাম্মেদ ইমতিয়াজ বুলবুলকে দরকার, তার কাজ তাকে ছাড়া হয় না বলেই তাকে আবার ফিরিয়ে এনেছেন উপরওয়ালা। এবার তিনি প্ল্যে ব্যাক গাইলেন হৈমন্তী রক্ষিত এর সঙ্গে।
‘হৃদয় পিঞ্জরে’ শিরোনামে গানটি গত শুক্রবার বিকেলে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন তারা দু’জন। কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল নিজেই। গানটিতে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে সাইমন-অধরাকে। এটি মাতাল চলচ্চিত্রের জন্য গাওয়া। রোমান্টিক-অ্যাকশনধর্মী ‘মাতাল’ সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন। সিনেমায় সাইমন-অধরা ছাড়াও দেশা দ্য লিডার খ্যাত নায়ক শিপন ও অরিন জুটিকে দেখা যাবে। এতে খলনায়ক মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরীসহ আরো অনেক পরিচিত মুখ দেখা যাবে। – মরিয়ম ইয়াসমিন মৌমিতা

আহম্মেদ ইমতিয়াজ এর নতুন গান ‘মাতাল’ চলচ্চিত্রে…
More from ছায়াছবির গানMore posts in ছায়াছবির গান »
More from সাম্প্রতিক প্রতিবেদনMore posts in সাম্প্রতিক প্রতিবেদন »
Be First to Comment