স্পেনের বিশ্বখ্যাত অপেরা গায়িকা মন্তসেরাত কাবাল গত শনিবার, ৬ অক্টোবর বার্সেলোনায় মারা গেছেন। মৃত্যুকালে তার হয়েছিল ৮৫ বছর। হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি অর্ধশতবর্ষ জুড়ে তার কর্মজীবনে বিশ্বের শ্রেষ্ঠ কন্ঠস্বরের অধিকারীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। মন্তসেরাত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গলব্লাডারে সমস্যার কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এসব তথ্য জানায়। এএফপি জানায়, গতরাতে তিনি সেন্ট পাও হাসপাতালে মারা যান।
মন্তসেরাত কাবাল ১২ এপ্রিল ১৯৩৩ সালে জন্মগ্রহন করেন। মুলত তিনি ছিলেন একজন অপেরা শিল্পী তবে তিনি নন-ক্লাসিক্যাল গানও গেয়েছেন এবং খ্যাতি পেয়েছেন। উল্লেখ্য ১৯৯২ সালে অলিম্পিক গেমসে কুইন ব্যান্ডখ্যাত ফ্রিডি মারকারির সাথে ডুয়েট করেন ‘বার্সেলোনা’ গানটি। তিনি গ্র্যামী এ্যাওয়ার্ডসহ অনেক সম্মানে সন্মানীত হয়েছেন। – মরিয়ম ইয়াসমিন মৌমিতা
Be First to Comment