কারার ঐ লৌহ কপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
জাতীয় কবি নজরুল ইসলাম এর বিখ্যাত কবিতা দিয়ে গান পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের শিল্পী মাইনুল হাসান নোবেল। কলকাতার রিয়ালিটি শো সারেগামাপা-তে অংশগ্রহণ করে প্রতিনিয়তই তিনি গোল্ডেন গিটারের সাথে সব বিচারকের মন জয় করে চলেছেন। শুধু বিচারকদের মন জয় করছেন তা নয় সাথে সাথে বাংলাদেশেও তৈরি হচ্ছে নোবেল এর জনপ্রিয়তা। ইতিমধ্যেই জিটিভির উদ্যোগে দেশে জেমস এর সাথে কনসার্ট করে গেছেন যা ছিল নোবেল এর জন্য নিজের দেশে নতুন পদচারনা। এছাড়াও তিনি কলকাতার নতুন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন যা সবাইকে চমকে দেবে বলে তিনি বিশ্বাস করেন। এ সপ্তাহে সারেগামাপা-র ট্রেলারে দেখা যাচ্ছে আগামী শনিবার আসছেন তিনি জেমস এর মা গান নিয়ে। এই গানেও তিনি সবাইকে কাঁদিয়েছেন এবং মন জয় করেছেন। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ভবিষ্যতেও তাঁর নিজস্ব গান দিয়ে সবাইকে ভালবাসায় ভাসাবেন এবং তিনি জনপ্রিয় শিল্পী হয়ে উঠবেন। – মাসরিফ
Be First to Comment