আসছে “অভায়রন্য” এর মিউজিক ভিডিও, ব্যান্ড ‘লহর’ এর প্রথম গান “অভায়রন্য”। গানটি প্রথম প্রকাশিত হয় ২০১৩ এর ৫ই অক্টোবর “ব্যান্ড মিক্স রেভ্যুলেশন” নামক এ্যালবামে। গানটি মূলতঃ উৎসাহিত করে নতুন প্রজন্মের মিউজিশিয়ানদের, তাদের সঙ্গীতের পথের যাত্রা-কে। রেহমান রাহাত -এর নির্দেশনায় ‘আর এম প্রডাকশন’ থেকে খুব শিঘ্রিই মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে বিভিন্ন টিভি চ্যানেলে এবং ‘লহর’ ও ‘সঙ্গীতাঙ্গন’ এর ইউটিউব চ্যানেলে। আশাকরি ‘লহর’ সবার মন জয় করতে সক্ষম হবে এই
প্রত্যাশায়। – গান মানব..
অলংকরন – গ্লামার ওয়ার্ল্ড….
Be First to Comment